Kasba News: কসবাকাণ্ডে নির্যাতিতার ২ বার মেডিকো লিগাল টেস্টে গুরুত্বপূর্ণ প্রমাণ, খবর সূত্রের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কসবাকাণ্ডে নির্যাতিতার ২ বার মেডিকো লিগাল টেস্টে গুরুত্বপূর্ণ প্রমাণ, খবর সূত্রের । নির্যাতনের পরদিন তরুণী ছাত্রীর পরীক্ষা হয় ন্যাশনাল মেডিক্যালে । শনিবার সকালে নির্যাতিতার ফের মেডিকো লিগাল টেস্ট কলকাতা মেডিক্যাল কলেজে ফরেন্সিক ও স্ত্রী রোগ বিভাগের ২ বিশেষজ্ঞ চিকিৎসক এই পরীক্ষা করেছেন । দ্বিতীয় পরীক্ষায় ঘাড়ে আঁচড়ের দাগের প্রমাণ মিলেছে, খবর সূত্রের । শরীরের সামনের দিকেও আঁচড়ের দাগ মিলেছে, খবর সূত্রের । যৌনাঙ্গে আঘাতের প্রমাণ, রক্তপাতের প্রমাণও মিলেছে বলে উল্লেখ রিপোর্টে । যৌন নিগ্রহের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, উল্লেখ দ্বিতীয় মেডিকো লিগাল । রিপোর্টে
আরও খবর...
ঘটনার দিন বিকেল ৪টের পর কারা কারা কলেজে ছিল? ৩ অভিযুক্ত ও নির্যাতিতা ছাড়া আর কেউ ঘটনার সাক্ষী ছিলেন কি না? কসবাকাণ্ডে আরও তথ্য জানতে ১৭ জনের তালিকা তৈরি করেছে পুলিশ। সূত্রের খবর, ওই দিন বিকেল ৪টের পর ১৭ জন
পড়ুয়া কলেজে ছিলেন। এদের মধ্যে ২ জনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জানতে চাওয়া হবে, ছুটির পর
ওই পড়ুয়ারা কলেজে কী করছিলেন? কী দেখেছিলেন? ছাত্রীকে নির্যাতন সম্পর্কে তাঁরা কিছু জানেন কি না।


















