Ishlampur College: ইসলামপুর কলেজে তুলকালাম, কী বললেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ?
ABP Ananda Live: যাদবপুরকাণ্ডে তোলপাড়ের মধ্যেই ইসলামপুর কলেজে তুলকালাম। ফি বৃদ্ধি নিয়ে আন্দোলন চলাকালীন TMCP-র গোষ্ঠী সংঘর্ষ। ভারপ্রাপ্ত অধ্যক্ষের সামনেই TMCP-র দুই গোষ্ঠীর সংঘর্ষ।
‘পৃথিবীর সব প্রেম…,’ গরুর গাড়িতে বরকনে, দেখতে উপচে পড়া ভিড়, নতুন সূচনা নিবেদিতা-জীবনানন্দর
সাতপাক ঘুরে চারহাত এক হলেও, আধুনিকতার ছোঁয়া লেগেছে বাঙালির বিবাহ অনুষ্ঠানেও। বিয়ের আচারানুষ্ঠান থেকে বরযাত্রী, উদযাপন, সবেতেই বিশ্বায়নের ছোঁয়া। কিন্তু পূর্ব বর্ধমানের এক যুগল সেই স্রোতে গা ভাসালেন না মোটেই। বরং নিজেদের বিবাহে সাবেকি ও গ্রাম্য সংস্কৃতির ধারা বজায় রাখলেন তাঁরা। গরুর গাড়িতে চেপে বিয়ে করতে গেলেন বর। নববধূ শ্বশুরবাড়িও এলেন সেই গরুর গাড়িতে চেপেই। (Bullock Cart for Wedding Procession)
পূর্ব বর্ধমানের আউশগ্রামের ভেদিয়ার বাসিন্দা জীবনানন্দ দে। পরিবারের একমাত্র সন্তান তিনি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কর্মরত। আউশগ্রামের গোবিন্দপুরের বাসিন্দা তাঁর স্ত্রী নিবেদিতা। তাঁরা এক ভাই-একবোন। পড়শানো চলছে নিবেদিতা, চাকরির পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছেন। তাঁর বাবা স্কুল শিক্ষক। জীবনানন্দ এবং নিবেদিতার বিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে উঠেছে। গরুর গাড়িতে চেপে জীবনানন্দের বিয়ে করতে যাওয়া এবং পরদিন নববধূ নিবেদিতাকে নিয়ে গরুর গাড়িতে চেপেই বাড়ি ফেরা, সেই ভিডিও ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়। (Purba Bardhaman News)




















