Islampur Shoot Out: 'পঞ্চায়েতের টেন্ডার নিয়ে কথা বলার সময় গুলি', বললেন আহত তৃণমূল নেতা
ABP Ananda LIVE: ইসলামপুরে শ্যুটআউট, খুন তৃণমূল নেতা। জাতীয় সড়কের ধারে তৃণমূল নেতাকে গুলি করে খুন। কর্মীদের সঙ্গে কথা বলার সময় ২ তৃণমূল নেতাকে গুলি। ২ তৃণমূল নেতাকে ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি, নিহত ১। গুলিবিদ্ধ আরেক তৃণমূল নেতার অবস্থা আশঙ্কাজনক। ২ তৃণমূল নেতাকে ঘিরে ধরে গুলি ৯-১০জন দুষ্কৃতীর, দাবি প্রত্যক্ষদর্শীদের।
সিঁথিতে প্রোমোটারের থেকে ৫ লক্ষ টাকা চেয়ে 'চাপ' সিঁথির 'বাহুবলী'র। গতকাল মধ্যরাতে প্রোমোটারের অফিসে ঢুকে তাণ্ডব। অফিসে ঢুকে চড়াও হয়ে প্রোমোটারকে বেধড়ক মারধরের অভিযোগ। প্রোমোটারের দাবি, মারধরে জড়িত মূল অভিযুক্তর অভিজিৎ মণ্ডল ওরফে রানা। হামলার সময় নিজেকে জয়ন্ত সিংহ এবং বিধায়ক অতীন ঘোষের লোক বলে পরিচয় দিয়েছিল রানা, দাবি আক্রান্ত প্রোমোটারের। ঘটনা সম্পর্কে জানা নেই, দাবি অতীন ঘোষের। জখম হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি প্রোমোটার। অফিস ঘর থেকে টাকা লুঠেরও অভিযোগ করছেন প্রোমোটার। মারধরের পর সিসি ক্যামেরা দেখে, তা ভেঙে দেওয়ার অভিযোগ। কাশীপুর থানায় এ নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। 'অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে আক্রান্তর সঙ্গে কথা বলা হয়েছে'। উপযুক্ত ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে, জানিয়েছে পুলিশ।