TMC Protest: ব্রাত্য বসুর আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিবাদে দিকে দিকে তৃণমূলের প্রতিবাদ মিছিল
ABP Ananda Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসুর আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিবাদে দিকে দিকে তৃণমূলের প্রতিবাদ মিছিল। বীরভূমে সিউড়িসহ একাধিক জায়গা থেকে প্রতিবাদ মিছিল। একদিকে যেমন সিউড়িতে প্রতিবাদ, আসানসোল, দক্ষিণ দমদম। দিকে দিকে মিছিল বার করেছে তৃণমূল কংগ্রেস।
'যাদবপুরে এই ঘটনা নতুন নয়, বাবুল সুপ্রিয়র সঙ্গে একই ঘটনা ঘটানো হয়েছে'। 'যাদবপুর প্রায় মুক্তাঞ্চলে পরিণত করার চেষ্টা'। 'আমি ধৈর্য ধরে অপেক্ষা করেছিলাম, চেয়েছিলাম ডেপুটেশন জমা দিক, ওরা দিতে রাজি হল না'। '৩০-৪০ জনের একটা গ্যাং ছিল, ওদের চিনি না'।'এসএফআইয়ের ডেপুটেশন দিয়েছিল, ৪-৫টি অতিবাম কয়েকটি সংগঠন ছিল, তাঁরা বলছিল সবার সঙ্গে একসঙ্গে বসে ডেপুটেশন দিতে হবে, সেটা সম্ভব ছিল না'। 'ওরা শারীরিকভাবে হেনস্থা করতে চাইছিল, টানা অধ্যাপকদের মারধর করেছে'। 'ছাত্র হয়ে অধ্যাপকদের মারছে, এটা দুর্ভাগ্যের'। 'আমার গাড়িতে একজন ছাত্র আহত হয়েছে, সেটা অবশ্যই দুঃখের'। 'কিন্তু এতজন অধ্যাপকদের শারীরিকভাবে হেনস্থা, সেটা কোন রুচি বা সংস্কৃতি থেকে আসছে, আমি বিস্মিত'।



















