JU News : যাদবপুরকাণ্ডে কোর্টে ভর্ৎসিত পুলিশ, 'পুলিশি নিষ্ক্রিয়তা ব্য়াখ্য়ারও অতীত', নিশানা সৌগতর
ABP Ananda LIVE : 'পুলিশি নিষ্ক্রিয়তা ব্যাখ্যারও অতীত। কিছু না করে অভ্যেস হয়ে গেছে।' যাদবপুরকাণ্ডের আবহে ফের একবার এই ভাষাতেই পুলিশকে নিশানা করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। পাল্টা পুলিশমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের প্রসঙ্গ তুলে অধ্য়াপক সৌগত রায়কে জবাব দিয়েছেন যাদবপুরের ইংরেজি অনার্সের প্রথম বর্ষের জখম ছাত্র ইন্দ্রানুজ রায়। তাঁর বক্তব্য, মমতা বন্দ্য়োপাধ্য়ায় পুলিশ মন্ত্রী। তাঁর অপদার্থতা তাঁর কাছে গিয়ে প্রশ্ন করুন সৌগত রায়।
Jadavpur University Clash: যাদবপুরকাণ্ডে ফের আদালতের ভর্ৎসনার মুখে পড়ল পুলিশ
যাদবপুরকাণ্ডে ফের আদালতের ভর্ৎসনার মুখে পড়ল পুলিশ। শিক্ষামন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর গাফিলতি হয়েছে। একথা জানিয়ে পুলিশের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুললেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। অন্য়দিকে, যাদবপুরের আন্দোলনরত পড়ুয়ারা প্রশ্ন তুলেছেন, বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ কেন এখনও শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে FIR করল না? এই প্রসঙ্গে যোগাযোগ করা হলেও ফোন ধরেননি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।


















