Jagdeep Dhankhar: কীভাবে প্রশাসনিক নিয়োগে থাকতে পারেন দেশের প্রধান বিচারপতি?: জগদীপ ধনকড়।
ABP Ananda Live: 'সিবিআই অধিকর্তা নিয়োগে কেন থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি?' 'আমাদের মতো গণতান্ত্রিক দেশে এর কোনও আইনি বাস্তবতা আছে?' ভোপালে জাতীয় জুডিসিয়াল অ্যাকাডেমির অনুষ্ঠানে প্রশ্ন উপরাষ্ট্রপতির । ইতিমধ্যেই নির্বাচন কমিশনার নিয়োগের কমিটি থেকে বাদ দেশের প্রধান বিচারপতি। 'কীভাবে প্রশাসনিক নিয়োগে থাকতে পারেন দেশের প্রধান বিচারপতি?' 'এটা গণতন্ত্রের সঙ্গে খাপ খায় না, এখন ভাবার সময় এসেছে'। প্রশাসনিক নিয়োগে কোর্টের প্রতিনিধি রাখা নিয়ে নতুন বিতর্ক উস্কে দিলেন জগদীপ ধনকড়।
ট্রাম্পের ট্যারিফ বসানোর আগেই ভারতের বড় ঘোষণা, এই পণ্য়ের শুল্ক কমল ৫০ শতাংশ
মার্কিন যুক্তরাষ্ট্রের (US) সঙ্গে বড় বাণিজ্য চুক্তির (Indo US Trade Deal) আগেই এই ঘোষণা করে দিল ভারত। মোদি-ট্রাম্প (Modi Trump Meeting) ট্রেড ডিলের আগেই যা আমেরিকার জন্য একটা সুখবর। এবার বোরবন হুইস্কির আমদানি শুল্ক কমিয়ে ৫০ শতাংশ করেছে ভারত।
সব মদে আমদানি শুল্ক কমেছে
তবে বোরবন মদে শুল্ক কমালেও অন্যান্য মদের আমদানিতে মৌলিক শুল্ক কমানো হয়নি। ওই ধরনের সব মদে ১০০ শতাংশ শুল্ক থাকবে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এই সিদ্ধান্ত আসলে ডেরিট ডিলের আগে সমতা বাজায় রাখার বার্তা। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রই হল সেই দেশ, যারা ভারতে বোরবন হুইস্কির প্রধান রফতানিকারক। যা ভারতে আমদানি করা এই ধরনের সব মদের প্রায় এক-চতুর্থাংশ।



















