Jayant Singh: আড়িয়াদহে মা-ছেলেকে মারধর, অত্যাচারের ভিডিও ফুটেজ হাতিয়ার পুলিশের। ABP Anand Live
Kolkata News: আড়িয়াদহে মা-ছেলেকে মারধর, তালতলা স্পোর্টিং ক্লাবে অত্যাচারের ভিডিও ফুটেজ হাতিয়ার পুলিশের। ফুটেজ হাতিয়ার করে অভিযুক্তদের বিরুদ্ধে তথ্যপ্রমাণে কোনও ফাঁক রাখতে চাইছে না পুলিশ। তার জন্য প্রয়োগ করা হবে গেট প্যাটার্ন অ্যানালিসিস পদ্ধতি। এর মাধ্যমে বিভিন্ন অ্য়াঙ্গেলে অভিযুক্তদের ছবি তুলে ভিডিও ফুটেজের সঙ্গে মেলানো হবে। পুরসভার নিয়োগ পরীক্ষার কোয়েশ্চন পেপার সেটার ছিলেন পেশায় প্রোমোটার অয়ন শীল ও তাঁর সংস্থা ABS ইনফোজেনের কর্মীরা। চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করেছে CBI. অয়নের সংস্থার দুই কর্মী রানা দাস ও সৌরভ নন্দীর বয়ান উল্লেখ করে কেন্দ্রীয় এজেন্সির দাবি, দোকান থেকে জেনারেল নলেজ ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার বই কিনে এনে তার থেকে পুর-নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল। কোয়েশ্চন পেপার সেটের জন্য কোনও ফ্যাকাল্টি বা বিশেষজ্ঞ প্যানেলের সাহায্য় নেওয়া হয়নি। CBI-র স্ক্যানারে রাজ্যের ১৭টি পুরসভায় ১ হাজার ৮১৪ জনের নিয়োগ প্রক্রিয়া। কেন্দ্রীয় এজেন্সির দাবি, দুর্নীতির শুরুটা হয়েছিল প্রশ্নপত্র তৈরি করা থেকেই। পুর-নিয়োগের গোটা প্রক্রিয়াই নিয়ন্ত্রণ করেছিলেন অয়ন শীল। চার্জশিটে দাবি CBI-র।