Jukti Takko: যুক্তি-তক্কো অনুষ্ঠানে সংবিধান সংশোধনী বিল প্রসঙ্গে কী বললেন নজরুল ইসলাম ?
ABP Ananda LIVE : 'আজকের আলোচনার মূলত ২টো দিক আছে, প্রথমত ৩০ দিন হাজতে থাকলে কোনও মন্ত্রীকে পদ থেকে সরিয়ে দেওয়া ঠিক কিনা। এই বিলটা আইনে পরিণত হলে শাসক দলের লোকেরা বিরোধী দলের বিরুদ্ধে এটা অপব্যবহার করবে কিনা, এই বিলটা যদি আইনে পরিণত হয়,তাহলে একজন মন্ত্রীর হাজতে বসে ৩০দিন মন্ত্রীত্ব করার অধিকার সংবিধানসম্মত হয়ে যাবে কিনা...এরকম একটা বিলকে কারো পক্ষে সমর্থন করা উচিত নয়।আমাদের দেশের ক্যাবিনেট সেক্রেটারি, চিফ সেক্রেটারি থেকে পিওন কনস্টেবলসহ প্রতিটি সরকারি কর্মচারি...আমাদের বিএনএস ২(২৮),ধারা অনুযায়ী মন্ত্রীরা পাব্লিক কর্মচারি। আমাদের সর্বোচ্চ পদাধিকারী অফিসার ক্যাবিনেট সেক্রেটারিও যদি গ্রেফতার হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে জামিন না পান...আইন বলছে ধরে নেওয়া হবে তিনি সাসপেন্ডেড...,' যুক্তি-তক্কো অনুষ্ঠানে সংবিধান সংশোধনী বিল প্রসঙ্গে বললেন নজরুল ইসলাম ।


















