(Source: ECI/ABP News/ABP Majha)
Arup Chakraborty: আমরা বিশ্বাস করি উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ আলাদা নয় পুরোটাই অবিভক্ত পশ্চিমবঙ্গ: অরূপ
ABP Ananda LIVE: 'বিজেপির মতো সংগঠিত দল যখন মনে করে বিড়াল বের করা প্রয়োজন তখনই ঝুলি থেকে বিড়াল বের হয়। আমরা বিশ্বাস করি উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ আলাদা নয় পুরোটাই আমাদের অবিভক্ত পশ্চিমবঙ্গ। কেন হঠাৎ করে বিজেপির এই মরিয়া চেষ্টা? এই মরিয়া চেষ্টা শুধু যুক্তরাষ্ট্রকে আঘাত করা নয়, একটা রাজ্যের শুধু ক্ষমতা দখল নয়। বারবার বলা হচ্ছে অনুপ্রবেশের ফলে নাকি জনবিন্যাস বদলে যাচ্ছে, কী করে অনুপ্রবেশের ফলে জনবিন্যাস বদলে যায়? বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা কমছে। আর বলা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশের কারণে নাকি বাংলা ভাষার লোক কমছে', আক্রমণ অরূপ চক্রবর্তীর।
রাজ্যের বেশ কয়েকটি নাট্যদলের অনুদান বন্ধ করল কেন্দ্র। বিভিন্ন নাট্যদলের পরিচালক ও সদস্যদের 'গুরু-শিষ্য পরম্পরা' নামে অনুদান দেয় কেন্দ্র। বিভিন্ন কারণের কথা বলে অনুদান বন্ধ করল সংস্কৃতি মন্ত্রক। তালিকায় রয়েছে মেঘনাদ ভট্টাচার্য, দেবেশ চট্টোপাধ্য়ায়, পৌলমী চট্টোপাধ্যায়ের নাট্যদল। অনুদান বন্ধের পিছনে রাজনীতি, অভিযোগ নাট্যব্যক্তিত্বদের একাংশের। অভিযোগ মানতে নারাজ গেরুয়া শিবির। 'ভুল বার্তা ছড়ানোর চেষ্টা হচ্ছে, এতে কোনও রাজনীতি নেই'। 'রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিভাস চক্রবর্তীদের অনুদান বন্ধ হয়নি, তাঁরা তো বামপন্থী'। অনুদান বন্ধ নিয়ে মন্তব্য রুদ্রনীল ঘোষের।