RG Kar Medical College: আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান
ABP Ananda Live: আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান। নতুন অধ্যক্ষর খোঁজ নেই, অভিযোগ তুলে স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তাররা। দ্রুত তদন্তের দাবিতে সিবিআইয়ের উপর চাপ বাড়িয়ে সিজিও থেকে অভিযান শুরু। স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে ধর্নায় জুনিয়র ডাক্তাররা। স্মারকলিপি জমা দিতে গেল প্রতিনিধি দল।
কোর্টের সম্মতিতে শ্যামবাজারে আজ থেকে ৫দিনের ধর্নায় বিজেপি। হাজির গেরুয়া শিবিরের সাংসদ-বিধায়করা। বিকেলে মৌলালিতে প্রতিবাদ মিছিলে হাঁটবেন শুভেন্দুরা। কাল স্বাস্থ্যভবন ঘেরাওয়ের ডাক বিজেপির। লক্ষ্মীবারে, রাজ্যের লক্ষ্মীদের নিরাপত্তার দাবিতে স্বাস্থ্যভবন ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে বলে দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
'আর জি কর কাণ্ডের বিচার চেয়ে এবার CBI-এর উপর চাপ বাড়াল তৃণমূল'।'১৬৫ ঘণ্টা পার, তদন্তে অগ্রগতি দেখা যাচ্ছে না'।'আর জি কর মেডিক্যালের নির্যাতিতাকে বিচার পেতে কত অপেক্ষা করাবে CBI?' ,প্রশ্ন তুলে সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের