West Bengal News: কাকদ্বীপের একাধিক কলোনিতে অধিকাংশ বাসিন্দাই বাংলাদেশি ! কী বলছেন স্থানীয়রা ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ছাব্বিশের বিধানসভা ভোটের আগে, বাংলাভাষীদের হেনস্থা নিয়ে বিভিন্ন দল সরব হলেও, বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে এরকম প্রতিবাদ কবে হবে, সেই প্রশ্ন উঠছে। কারণ, অনুপ্রবেশের এই সমস্য়াও কতটা গুরুতর, তা বোঝা যায় কাকদ্বীপের এই কলোনির দিকে তাকালেই। এবিপি আনন্দর প্রতিনিধিরা সেখানে পৌঁছে দেখতে পেয়েছেন, কাকদ্বীপে এমন একাধিক কলোনি রয়েছে, যেখানকার অধিকাংশ বাসিন্দাই বাংলাদেশ থেকে আসা। কেউ ভোটারকার্ড পেয়েছেন। কেউ বলছেন কাঁড়ি কাঁড়ি টাকা না ফেললে ভোটার কার্ড মেলে না। এতেও নাম জড়াচ্ছে তৃণমূলের। বাংলাদেশ থেকে আসা কৃষ্ণপদ হালদারের দাবি, "তৃণমূলই বসাচ্ছে।" পাল্টা তৃণমূলের সাফাই কলোনি গড়ে উঠছে বাম আমল থেকেই। তৃণমূলের বুথ সভাপতি কিশলয় দাসের দাবি--- "কলোনিটা সৃষ্টি হয়েছে বাম জমানায়।" আর এতে DYFI-এর লোকাল কমিটির সদস্য় প্রশ্ন তুলছেন--- "সিপিএম আমল থেকে থাকলে তো এতদিনে ভোটার কার্ড, আধার কার্ড হয়নি কেন?"

















