Kali Puja: কালীপুজোর দিন কুমারী পুজো হল টালিগঞ্জের করুণাময়ী কালী মন্দিরে
ABP Ananda Live: টালিগঞ্জের করুণাময়ী কালী মন্দির। ২৬৫ বছরের পুজো। এই পুজোর বিশেষত্ব হল, কালীপুজোর দিন কুমারী পুজো হয়। ২০০৯ সাল থেকে শুরু হয়েছে এই কুমারী পুজো। এবার কুমারী রূপে পুজো করা হয় বেহালার বড়িশার বাসিন্দা ৯ বছরের ঋদ্ধিমা জানাকে। এদিন সকালে সকালে মঙ্গলারতি দিয়ে পুজো শুরু হয়। বিকেলে মাকে রাজবেশে সাজানো হবে মা করুণাময়ীকে। রাতে ভোগ নিবেদন করা হবে। কালীপুজো উপলক্ষ্যে আজ সারাদিন খোলা থাকবে টালিগঞ্জের করুণাময়ী কালীমন্দির।
আরও খবর, দক্ষিণ কলকাতার লেক কালীবাড়িতে করুণাময়ী কালীর আরাধনা।সকালে মায়ের মঙ্গলারতির পর পুজো শুরু হয়। রাতভর পুজো চলবে। চৈত্র সংক্রান্তি ও কালীপুজো, বছরে এই দু’দিন লেক কালীবাড়িতে ঘট বিসর্জন হয়। সন্ধেয় নতুন ঘট প্রতিষ্ঠা করে মায়ের পুজো হবে। এটাই লেক কালীবাড়ির বৈশিষ্ট্য। কালীপুজো উপলক্ষ্যে সকাল থেকে লেক কালীবাড়িতে ভক্তের ঢল।