Jayant Singh : পরিকাঠামো নেই, এখনও জয়ন্ত সিংহের বাড়ি ভাঙতে পারল না কামারহাটি পুরসভা
ABP Ananda LIVE : এখনও জয়ন্ত সিংহের বাড়ি ভাঙতে পারল না কামারহাটি পুরসভা । এই মুহূর্তে জয়ন্তর বাড়ি ভাঙার মতো পরিকাঠামো নেই, জানাল পুরসভা। হাইকোর্টের নির্দেশের পর, শুক্রবারও আড়িয়াদহে জয়ন্ত সিংয়ের অবৈধ বাড়ি ভাঙার কাজ শুরু করতে পারল না কামারহাটি পুরসভা। শীঘ্রই এ বিষয়ে টেন্ডার ডাকা হবে বলে জানিয়েছেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। আড়িয়াদহে জয়ন্ত সিংয়ের অবৈধ বাড়ির ঠিক পাশেই থাকা পুকুরের মালিকের অভিযোগ, তার জমিরও একাংশ দখল করে নিয়েছিল জয়ন্ত। বাড়ি ভাঙা হলে সেই জমি ফেরতের দাবি করেছেন তিনি।
টিটাগড় বিস্ফোরণকাণ্ডে গ্রেফতারের পর এখনও স্বপদে TMC কাউন্সিলর, ধৃত শাসক নেতা জানালেন, 'পাশে আছে দল' !
টিটাগড় বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন তৃণমূল কাউন্সিলর। তারপরেও ধৃত তৃণমূল কাউন্সিলরের পাশে দল ? যদিও গ্রেফতারের পর অভিযুক্ত কাউন্সিলরের দাবি, 'দল পাশে আছে..'। গত ১৯ মে তৃণমূল কাউন্সিলরের 'জবরদখল' করা ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ফ্ল্যাটে মজুত বোমা থেকেই বিস্ফোরণ হয়েছিল জানিয়ে দিয়েছিল পুলিশও।এদিকে এখনও স্বপদে কাউন্সিলর! ৩ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে রয়েছে টিটাগড়ের ৪ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল।


















