Kasba College Incident : আর জি করকাণ্ডের দশ মাসের মাথায় আরেক ভয়াবহ ঘটনার সাক্ষী হল রাজ্য়
ABP Ananda LIVE : আর জি করকাণ্ডের দশ মাসের মাথায় আরেক ভয়াবহ ঘটনার সাক্ষী হল রাজ্য়। ক্য়াম্পাসের মধ্য়েই তাঁকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করলেন সাউথ ক্য়ালকাটা ল কলেজের এক ছাত্রী। ঘটনায় তৃণমূলকর্মী-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।কলকাতায় কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল। কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত প্রাক্তন টিএমসিপি নেতা সহ তিন জনকে। রক্ষীর ঘরে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ! কলেজে কী ঘটেছিল, অভিযোগপত্রে তা পুঙ্খনাপুঙ্খ জানিয়েছেন নির্যাতিতা। South Calcutta Law College Incident । আর জি করকাণ্ডের পর শহরে ফের ভয়াবহ ঘটনা ঘটল ! এবার আইন কলেজেই আইন ভঙ্গের ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য ! দক্ষিণ কলকাতার ল’কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ! কসবা থানা থেকে মাত্র ২৫০ মিটার দূরে রাস্তার ডানদিকে সাউথ ক্যালকাটা ল'কলেজ। শহরের বুকে এই রকম জায়গায় অবস্থিত কলেজে ভয়ঙ্কর ঘটনায় ফের প্রশ্নের মুখে শহরের নারী নিরাপত্তা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত- প্রাক্তন TMCP নেতা ও এবং কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র এবং কলেজের দুই পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় এবং জেব আহমেদকে। Kasba College News


















