Kasba TMC Clash: খাস কলকাতায় শাসকদলের দুই গোষ্ঠীর অন্তর্দ্বন্দ্ব, সংঘর্ষ চরমে কসবায় | ABP Ananda LIVE
ভোট মিটতেই কসবায় চরমে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। রাজডাঙার পর এবার ইন্দু পার্ক এলাকা। ফের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না ও কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীরা সংঘর্ষে জড়ালেন। রাতে বোমাবাজি-গুলি চলারও অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি কার্তুজের খোল। পুলিশের সামনেই এক মহিলার মুখ ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কসবা থানায় অভিযোগ দায়ের হয়েছে। দুই তৃণমূল কাউন্সিলরের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
লোকসভা ভোটের ফলাফল প্রকাশ হতেই উত্তর থেকে দক্ষিণবঙ্গ, দিকে দিকে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব বিরোধীরা। এই পরিস্থিতিতে, দলীয় কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এক্স হ্যান্ডেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, পশ্চিমবঙ্গের মানুষ আমাদের প্রতি যে আস্থা রেখেছেন তাকে সম্মান করুন। যা নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা।


















