Kasba News:আইনের ছাত্রী নির্যাতনকাণ্ডের প্রতিবাদে গর্জে উঠল রাজপথ,ল' কলেজের সামনে বিক্ষোভ SFI-DYFI-র
ABP Ananda LIVE : সাউথ ক্য়ালকাটা ল'কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে প্রতিবাদে গর্জে উঠল রাজপথ। ল' কলেজের সামনে এদিন বিক্ষোভ দেখায় SFI-DYFI. বন্ধ গেট টপকে কলেজের ভিতরে ঢুকে ছিঁড়ে দেয় মমতা বন্দ্য়োপাধ্য়ায়-অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ছবি দেওয়া ফ্লেক্স। এরপর জোর করে কসবা থানায় ঢোকার চেষ্টা করলে শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি! থানার সামনের রাস্তা অবরোধ করে কংগ্রেস। বিক্ষোভ দেখায় BJP ও AIDSO-ও। সাউথ ক্য়ালকাটা ল'কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে প্রতিবাদে গর্জে উঠল রাজপথ। ল' কলেজের সামনে বিক্ষোভ দেখায় SFI-DYFI. বন্ধ গেট টপকে কলেজের ভিতরে ঢুকে ছিঁড়ে দেয় মমতা বন্দ্য়োপাধ্য়ায়-অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ছবি দেওয়া ফ্লেক্স। এরপর জোর করে কসবা থানায় ঢোকার চেষ্টা করলে শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি! থানার সামনের রাস্তা অবরোধ করে কংগ্রেস। বিক্ষোভ দেখায় বিজেপিও। বিরোধীদের অভিযোগ, ক্ষমতায় আসার পর থেকে শিক্ষাঙ্গনে দুবৃত্তায়নে মদত যুগিয়েছে তৃণমূল! কোনওদিন কোনও কড়া বার্তা দেওয়া হয়নি! আর জি কর মেডিক্য়াল কলেজে তরুণী চিকিৎসকের বিচারের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়া অভয়ামঞ্চ শুক্রবার পথে নামল আইনের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে। কসবা থানার সামনে এদিন শান্তিপূর্ণ অবস্থান করেন তারা। কসবা থানার সামনে প্রতিবাদ দেখান ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা।


















