Kasba News :আরও কিছু রিপোর্ট আসা বাকি,প্রয়োজনে পুলিশ হেফাজতে নিতে পারি : আইনজীবী শুভাশিস ভট্টাচার্য
ABP Ananda LIVE : 'সিসিটিভি ফুটেজ পরীক্ষা চলছে, কার কী ভূমিকা, বিশ্লেষণ করতে হবে', জানালেন আইনজীবী শুভাশিস ভট্টাচার্য । 'আরও কিছু রিপোর্ট আসা বাকি, প্রয়োজনে পুলিশ হেফাজতে নিতে পারি'।
কসবাকাণ্ডে জে পি নাড্ডার কাছে রিপোর্ট জমা দিয়ে কসবাকাণ্ডের তদন্তভার কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দেওয়ার সুপারিশ করল বিজেপির কেন্দ্রীয় ফ্য়াক্ট ফাইন্ডিং টিম। আইন কলেজের পরিচালন সমিতির সভাপতি, তৃণমূল বিধায়ক অশোক দেবকে জিজ্ঞাসাবাদ করার দাবিও তুলেছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। বিজেপি শাসিত রাজ্যে নারী-নির্যাতনের প্রসঙ্গ টেনে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। কসবাকাণ্ডের তদন্তভার কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দেওয়ার সুপারিশ করে জে পি নাড্ডার কাছে রিপোর্ট জমা দিল বিজেপির কেন্দ্রীয় ফ্য়াক্ট ফাইন্ডিং টিম। টিমের সদস্য সত্যপাল সিংহ বলেন, "একটি উচ্চ পর্যায়ে স্বাধীন কমিটি অথবা কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে এই গণধর্ষণের মামলার তদন্ত হওয়া উচিত। পুলিশকে তদন্ত করে দেখতে হবে ঠিক কোন কারণে অভিযোগপত্র থেকে মূল অভিযুক্তদের নাম মুছে ফেলা হয়েছে এবং ঠিক কী কারণে নির্যাতিতার অভিযোগপত্রও হাতে লেখা হয়েছে, তারও জবাবদিহি করতে হবে। তবে কি মূল অভিযুক্তদের আড়াল করতেই এই কাজ করা হয়েছে?''



















