Kasba News : বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নির্যাতন! কী তথ্য উঠে আসছে নির্যাতিতার অভিযোগপত্রে?
ABP Ananda LIVE : শ্বাসকষ্ট হচ্ছিল, বারবার হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন ছাত্রী, কিন্তু লাভ হয়নি। সম্ভ্রম বাঁচাতে অভিযুক্তদের পা-ও ধরেছিলেন। কিন্তু তাতেও তাঁকে রেয়াত করা হয়নি। যে অভিযোগপত্রের ভিত্তিতে FIR করেছে পুলিশ, সেখানে এমনই নিষ্ঠুরতার অভিযোগ তুলে ধরেছেন ল'কলেজের নির্যাতিতা ছাত্রী। সেখানে তিনি আরও অভিযোগ জানিয়েছেন, বন্ধ করে রাখা হয়েছিল কলেজের মেন গেট। এমনকী হকিস্টিক দিয়ে মারধরেরও চেষ্টা করা হয়েছিল। অন্যদিকে এই ঘটনায় ৩ দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে জাতীয় মহিলা কমিশন।কলেজের ইউনিয়ন রুম, ওয়াশ রুম এবং গার্ড রুম পরিদর্শন করেন বিশেষজ্ঞরা। FIR উল্লেখিত হকি স্টিক এবং বেশ কিছু নমুনা সংগ্রহ করেন তাঁরা। ইউনিয়ন রুম থেকে মিলেছে বেশ কিছু বোতল। সেগুলিও পরীক্ষা করা হবে। কসবাকাণ্ডে ঘটনার পুনর্নির্মাণ হওয়ার সম্ভাবনা।


















