Khidirpur Fire News: খিদিরপুর বাজারে আগুন, দমকল দেরিতে আসার অভিযোগ স্থানীয়দের
ABP Ananda Live: খিদিরপুর বাজারে আগুন। রাত ১টার কিছু পরে আগুন লাগে খিদিরপুর বাজারে। আগুনের মোকাবিলায় এলাকায় দমকলের ২০টি ইঞ্জিন। যদিও দমকল দেরিতে এসেছে বলে অভিযোগ স্থানীয়দের। খবর দেওয়ার ঘণ্টাদেড়েক পর দমকল এসেছে, অভিযোগ ব্যবসায়ীদের। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
সন্দেশখালিতে শুভেন্দুর পাল্টা সভা তৃণমূলের। গত সপ্তাহে কানমারি মাঠে শ্রদ্ধাঞ্জলী সভা বিরোধী দলনেতার। আজ পাল্টা সভা তৃণমূলের বীরবাহা হাঁসদা, সুজিত বসুদের। সভায় ২০০০ বিজেপি কর্মীর তৃণমূলে যোগ, দাবি তৃণমূলের। যাঁরা যোগ দিয়েছেন, তাঁরা তৃণমূলেরই কর্মী, পাল্টা দাবি শুভেন্দুর।
চিকিৎসায় গাফিলতির অভিযোগে, শিশু মৃত্যুর অভিযোগে, তুমুল উত্তেজনা ছড়াল কলকাতার বি সি রায় শিশু হাসপাতালে। কর্তৃপক্ষের বিরুদ্ধে ফুলবাগান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই মৃত শিশুর পরিবার। সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।


















