Firhad Hakim: "জনস্রোত আটকানো যায়নি'' অব্যবস্থার অভিযোগ অস্বীকার ফিরহাদের
নজরুল মঞ্চে আসন সংখ্যা ২ হাজার ৪৮৩। নিরাপত্তারক্ষীদের দাবি, গতকাল কে কে-র অনুষ্ঠানে দর্শক ছিল প্রায় ৭ হাজার। পাঁচিল টপকে ভিতরে ঢোকে বহু দর্শক। ভিড় সামলাতে নজরুল মঞ্চের ৭টির মধ্যে ৫টি গেট খুলে দেওয়া হয়। ভিতরে ঢুকতে না পেরে একসময় ৩ নম্বর গেটের বাইরে থেকে ইট-পাটকেল, বাঁশের টুকরো ছুড়তে শুরু করে পড়ুয়ারা। অডিটোরিয়ামের ভিতরে চলে আসে বাঁশের টুকরো। নিরাপত্তারক্ষীদের দাবি, অগ্নিনির্বাপক যন্ত্র স্প্রে করে ভিড় সামাল দেওয়ার চেষ্টা করে বাকি পড়ুয়ারা। সব মিলিয়ে পরিস্থিতি হাতের বাইরে চলে যায় বলে দাবি নজরুল মঞ্চের নিরাপত্তারক্ষীদের। "এমন একজন আর্টিস্ট কলকাতায় অনুষ্ঠান করছেন, স্বাভাবিকভাবেই জনস্রোত আটকানো যায়নি। কে কে-র জনপ্রিয়তার কথা বলে অব্যবস্থার অভিযোগ অস্বীকার ফিরহাদের।''


















