Baro Bhoot Mandir: মকর সংক্রান্তিতে ভগবানের ১২টি অবতারের পুজো হল বিশেষ উপাচারে
ABP Ananda Live: ভূত যেখানে ভগবান!!! সেটাই হল বিজয়গড় শ্রীকলোনির বারো ভূতের মন্দির... মকর সংক্রান্তিতে ভগবানের ১২টি অবতারের পুজো হল বিশেষ উপাচারে। হাঁসের জোড়া ডিম দিয়ে পুজো হল বনদুর্গার...বারো ভূতের মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে দেশভাগ ও পরম্পরার ইতিহাস। ঢাকার রুইতপুর যা এখন কলোনিগঞ্জ, সেখানকার ছিন্নমূল মানুষরা এপারে এসে যাদবপুর-বাঘাযতীন-বিজয়গড় এলাকায় বসতি গড়ে তোলেন। আর তাঁদের সঙ্গেই সংস্কৃতি ও লোকাচারের অঙ্গ হিসেবে কলকাতার বুকে স্থায়ী ঠিকানা করে নেয় বারো ভূতের মেলা ও বনদুর্গার পুজো। ১৯৫০ সাল থেকে বিজয়গড় অঞ্চলে বারো ভূতের পুজো ও মেলা হয়ে আসছে। এবার তার ৭৫ বছর পূর্তি। মেলার উদ্যোক্তাদের কথায়, বনদুর্গা নাকি একবার বৃদ্ধার বেশে এক গরিব বাড়িতে যান। তখন বাড়িতে থাকা হাঁসের ডিমই দেবীকে নিবেদন করা হয়েছিল। সেই থেকে চলে আসছে এই রীতি।


















