Kolkata News : ইএম বাইপাসের উপর ডাম্পারের ধাক্কায় অ্যাপ বাইক থেকে পড়ে গেলেন আরোহী
ABP Ananda News: উত্তর পঞ্চান্নগ্রামে বেপরোয়া ডাম্পার । ইএম বাইপাসের উপর বেপরোয়া ডাম্পারের ধাক্কা অ্যাপ বা ইকে । ডাম্পারের ধাক্কায় অ্যাপ বাইক থেকে পড়ে গেলেন আরোহী । গুরুতর আহত ওই বাইক যাত্রী , ভর্তি করা হল SSKM-এ।
আরও পড়ুন...
মাটির দেওয়াল ধসে মৃত্যু মা ও দুই কিশোরী কন্যার
মাটির দেওয়াল ধসে মৃত্যু মা ও দুই কিশোরী কন্যার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের আঁচনা গ্রাম পঞ্চায়েতে। মর্মান্তিক এই দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া।টানা বৃষ্টির জেরে পুরনো মাটির দেওয়াল ধসে দুর্ঘটনা বলে অনুমান। বাংলা আবাসের টাকা ২ কিস্তি পেয়েছিল হতভাগ্য পরিবার, কাজে লাগানোর আগেই দুর্ঘটনা। গত ১৩ অগাস্ট জলপাইগুড়ির রাজগঞ্জে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় ২ শিশুর । স্থানীয়দের বক্তব্য, এখনও অনেক পরিবার এরকম মাটির বাড়িতে প্রাণের ঝুঁকি নিয়ে বসবাস করেন।



















