kolkata Food Plaza: ভুরিভোজের স্বাদ দিতে শহরের তিন প্রান্তে তৈরি হয়েছে তিনটি সুদৃশ্য় ফুড প্লাজা
ABP Ananda Live: মাস দেড়েক পরই বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গাপুজো!আর পুজো মানেই জমিয়ে ভুরিভোজ। সেই ভুরিভোজের স্বাদ দিতে শহরের তিন প্রান্তে তৈরি হয়েছে তিনটি সুদৃশ্য়
ফুড প্লাজা। কেন্দ্র-রাজ্য সরকারের যৌথ উদ্য়োগে ও কলকাতা পুরসভার পরিচালনায় রাসেল স্ট্রিট, পাটুলি ও টালা ঝিলপার্কে ইতিমধ্য়েই ঝাঁ চকচকে ফুড প্লাজা নির্মাণের কাজ শেষ। সারা বছরের পাশাপাশি পুজোতে স্ট্রিট ফুডের স্বাদ নিতে বাড়তি ভিড় চোখে পড়ে। সুদৃশ্য় এই ফুড প্লাজা সেই স্বাদ অনেকটাই মেটাবে বলে আশা কলকাতা পুরসভার।সেই সঙ্গে বাড়তি পাওনা ছিমছাম সুন্দর পরিবেশ। বিভিন্ন প্রকল্প নিয়ে কেন্দ্র-রাজ্য দড়ি টানাটানি চলে। প্রকল্প বন্ধ নিয়েও অভিযোগ পাল্টা অভিযোগ সামনে আসে। কিন্তু ভোজনরসিক বাঙালিকে ভোজনের স্বাদ দিতেই এগিয়ে এসেছে দুই সরকারই।
'১৫ অগাস্ট পর্যন্ত দেখব', আলাদা দল তৈরির হুঁশিয়ারি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের
'১৫-ই অগাস্ট পর্যন্ত দেখব।' তৃণমূলের দিকে আলাদা দল তৈরির হুঁশিয়ারি ছুড়ে দিলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। পাল্টা জয়প্রকাশ মজুমদার বলছেন, 'আগে পদত্যাগ করুন। দল এইসব ডেডলাইনের পরোয়া করে না।' এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।কংগ্রেস, তৃণমূল, বিজেপি, নির্দলের পর, এবার কি নিজের দল ? ২০২৬-এর বিধানসভা ভোটে একেবারে অন্য় রঙে দেখা যাবে তাঁকে ? বিধানসভা ভোটের কয়েকমাস আগে দল ছাড়ার হুঁশিয়ারি শোনা গেল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের গলায়। তাহলে কি বিধানসভা ভোটের আগে তৃণমূলে ভাঙন ধরবে ? দল ছাড়বেন মুর্শিদাবাদে তৃণমূলের অন্য়তম হেভিওয়েট সংখ্য়ালঘু মুখ ? হুমায়ুন কবীর বলছেন, "১৫ অগাস্ট অবধি দেখব, যে, এই জেলার নেতাদের কোনও সংশোধন বা পরিবর্তন কিছু হচ্ছে কি না। তারপরে একটাই অপশন আছে, মুর্শিদাবাদের সংখ্য়াগরিষ্ঠ যাঁরা মুসলিম জনতা, এমনকী কিছু হিন্দু ব্য়ক্তিও রয়েছেন, যাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, তাঁরা বলছেন যে, তাঁরা প্রস্তাব আকারে দিচ্ছেন বারবার। আপনি নিজে একটা কোনও রাস্তা বের করুন। শুধু হুমায়ুন কবীর কেন ? অনেক হুমায়ুন কবীর থাকবে।"


















