RG Kar Case: চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আর জি কর মেডিক্যালেই, রায় কলকাতা হাইকোর্টের
ABP Ananda Live: চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আর জি কর মেডিক্যালেই, রায় কলকাতা হাইকোর্টের। অবিলম্বে পোস্টিং দিতে হবে আর জি করে, নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। পোস্টিং বিতর্কে অনিকেত মাহাতোকে নিয়ে রাজ্যের সিদ্ধান্ত খারিজ করলেন বিচারপতি। পোস্টিং বিতর্কে রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন অনিকেত মাহাতো সহ ৩ চিকিৎসক। আর. জি করের কলেজের পরিবর্তে অনিকেত মাহাতোকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পোস্টিং দেওয়া হয়। ২৭ মে পোস্টিং সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি। তাঁর র্যাঙ্ক ২৪, জানান অনিকেত। আর জি কর হাসপাতালে অ্যানাস্থেশিয়া বিভাগে ৪ টি শূন্যপদ। ১ টি শূন্যপদে মেধাতালিকায় অনিকেতের আগে থাকা একজন চিকিৎসককে নিয়োগ করা হয়, দাবি অনিকেতের । ২টি শূন্যপদে ২৬ এবং ৩৪ র্যাঙ্ক করা দুই চিকিৎসককে নিয়োগ করা হয়েছে। অথচ তিনি নিয়োগ পাননি, দাবি অনিকেতের।



















