Weather News: দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, রাজ্য জুড়ে হলুদ সতর্কতা জারি
ABP Ananda LIVE: পুজোয় এই বছর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজও কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েছে। এর আগে শোনা গিয়েছিল, পঞ্চমী থেকে বাড়বে বৃষ্টি, গোটা পুজোতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আবহাওয়া দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। রাজ্য জুড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পঞ্চমীর সকালে আকাশে মেঘ-রোদের খেলা। কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার একাংশে দফায় দফায় বৃষ্টি। আজ বিকেল থেকে কমতে পারে বৃষ্টির দাপট। ছাতা নিয়ে অষ্টমী পর্যন্ত ঠাকুর দেখায় অভয়বাণী আবহাওয়া দফতরের। অষ্টমীর পর ফের তৈরি হবে ঘূর্ণাবর্ত। নবমীর রাত থেকে নিম্নচাপের বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও। বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ ওড়িশা ও অন্ধ্র উপকূল দিয়ে আজ স্থলভাগে ঢুকেছে। তার জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।



















