Firhad Hakim: 'যদি বিপদ আসে...', শহরে কীসের আতঙ্কে আতঙ্কিত ফিরহাদ ?
শহরে একের পর এক দুষ্কৃতী দৌরাত্ম্য, আতঙ্কিত খোদ মেয়র। 'আমরাও পরিবার নিয়ে থাকি, যদি বিপদ আসে...! মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ। কোথা থেকে অস্ত্র আসছে? আমি কি নিজে গিয়ে অস্ত্র খুঁজব?' পুলিশ কমিশনারকে কড়া ভাষায় বলেছেন মুখ্যমন্ত্রী, দাবি ফিরহাদের (Firhad Hakim)।
এ প্রসঙ্গে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, "পুলিশ কমিশনারকে কড়া ভাষায় বলুন আর যে ভাষায় বলুন, তাতে যে কাজ হয়নি সেটা তো বুঝতে পারছি। আর ফিরহাদ হাকিম আতঙ্কিত এটা তো নাটকের কথা। কারণ, ফিরহাদ হাকিমের লোকেরাই তো সারা শহর কাঁপিয়ে দিচ্ছে, সারা রাজ্য কাঁপিয়ে দিচ্ছে। কোথাও জাহাঙ্গির নামে, কোথাও জেসিবি তাজমূল নামে, কোথাও শাহজাহান নামে...এরা তো সারা শহর কাঁপাচ্ছে। সারা রাজ্যটাকে কাঁপাচ্ছে।"



















