Kolkata Metro: উত্তর-দক্ষিণকে আরও বেশি করে জুড়বে কলকাতা মেট্রো,।IM জোকা পর্যন্ত এগোচ্ছে পার্পল লাইন
ABP Ananda LIVE : উত্তরের সঙ্গে দক্ষিণকে আরও বেশি করে জুড়বে কলকাতা মেট্রো। জোকা ছাড়িয়ে এবার IIM জোকা পর্যন্ত এগোচ্ছে পার্পল লাইন। অন্যদিকে, ইডেন গার্ডেন্স-বাবুঘাটের দিকে তৈরি করা হবে নতুন আরেকটি মেট্রো স্টেশন। নতুন নকশা অনুযায়ী সম্প্রসারিত অংশের টেন্ডার প্রক্রিয়ার কাজ শুরু করে দিল রেল বিকাশ নিগম লিমিটেড।
Mamata Banerjee: মোদির আগেই রাস্তায় মমতা
২১ শে জুলাইয়ের ২ দিন আগেই রাজ্যে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আর মোদির সভার ঠিক ১ দিন আগে এবার কেন্দ্রের বিরুদ্ধে পথে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি খেদাওয়ের অভিযোগে ১৬ই জুলাই বড় কর্মসূচি ঘোষণা করল তৃণমূল।
অন্যদিকে, ৩ দিনে ৩ জেলায়, তৃণমূলের ৩ নেতাকর্মী খুন! ভাঙড়, ইংরেজবাজারের পর সাঁইথিয়া। বাইক থামিয়ে অঞ্চল সভাপতিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। ঘটানস্থলেই মৃত্যু। লোকসভা ভোটের আগেও বাড়িতে চিরকুট ফেলে খুনের হুমকি। অভিযোগ সাঁইথিয়ার তৃণমূল নেতার পরিবারের।


















