Bagbazar News: বাগবাজারে গৃহবধূকে হত্য়া করে থানায় গিয়ে আত্মসমর্পণ
ABP Ananda LIVE: বাগবাজারে গৃহবধূকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ গৃহবধূ পূজা পুরকায়েতকে গত শনিবার হাসপাতালে নিয়ে যায় শ্বশুরবাড়ির লোকেরা শরীরে আঁচড়, অস্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে, পুলিশকে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ । তদন্তে নেমে গৃহবধূর শ্বশুরবাড়িতে গিয়ে, তাঁর স্বামীর হাতে লেখা নোট উদ্ধার । ময়নাতদন্তের পর জানা যায় শ্বাসরোধ করে খুন করে হয়েছে গৃহবধূকে স্ত্রী-র বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে, এই সন্দেহে খুন করা হয়েছে পূজা পুরকায়েতকে, খবর পুলিশ সূত্রে
আরও খবর...
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্স ৪টে ১৫ মিনিটে। আমার ধারণা, বহু প্রতীক্ষিত SIR-এর কথাই হয়তো ঘোষণা হবে। আপনারা সবাই প্রস্তুত তো? তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, যে একবার ভোট দিয়েছে, সে আমার দেশের নাগরিক বলেই তো ভোট দিয়েছে! সুতরাং একজন ভোটদাতার নাম কী করে বাদ দেওয়া যেতে পারে? আমরা সেটা হতে দেব না।


















