Building Collapse: এখনও বিপজ্জনক অবস্থায় হেলে রয়েছে বহুতল, এই বিপর্যয়ের দায় কার?
ABP Ananda LIVE: বাঘাযতীনে হেলে পড়া বহুতলের বাকি অংশ ভাঙার কাজ চলছে। হাইড্রোলিক ল্য়াডারের সাহায্য়ে কাজ করছেন পুরসভার কর্মী এবং দমকল কর্মীরা। পাশাপাশি বহুতলের ভিতর থেকে আবাসিকদের জিনিসপত্র বাইরে বার করে আনার কাজ চলছে । বহুতল বিপর্যয়ের ঘটনায় অভিযুক্ত প্রোমোটার গ্রেফতার হলেও খুশি নন ঘরছাড়া মানুষগুলো । অভিযুক্ত প্রোমোটারের ৩দিনের পুলিশ হেফাজত।
পুলিশকে গুলি করে চম্পট, গোয়ালপোখরে এনকাউন্টার
এদিকে, পুলিশকে গুলি করে চম্পট, গোয়ালপোখরে এনকাউন্টার। DGP-র হুঁশিয়ারির পরেই এনকাউন্টার, গুলিতে ঝাঁঝরা সাজ্জাক ।বাংলাদেশে পালানোর সময় এনকাউন্টারে নিহত সাজ্জাক । 'ভোররাতে শ্রীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা'। 'বাংলাদেশে পালানোর সময় বাধা, পুলিশকে পাল্টা গুলি'। 'পালানোর সময়েও হামলা, সাজ্জাকের বুকে-পিঠে-পায়ে গুলি'। গ্রেফতারের সময় হামলা, পাল্টা গুলিতে নিহত সাজ্জাক: পুলিশ।



















