Kolkata News: বালিগঞ্জ ITI-তেও মনোজিৎ-গ্যাং! মধ্যরাতে ক্যাম্পাসে মদের আসর, জন্মদিন পালনের অভিযোগ!
ABP Ananda Live: বালিগঞ্জ ITI কলেজে দীর্ঘদিন ধরে চলছে 'মনোজিৎ মডেল'। অভিযোগ, পাস আউটের ১৩ বছরও পরও এখনও ক্যাম্পাসের মোহ ছাড়তে পারেননি প্রাক্তন TMCP নেতা ও বর্তমানে তৃণমূল কর্মী সঞ্জয় চৌধুরী। স্থানীয় বাসিন্দারা বলছেন, কলেজ ক্যাম্পাসে মদ্যপান, মাঝরাতে কলেজে ঢুকে জন্মদিন পালন, চটুল ভোজপুরী গান চালিয়ে নাচানাচি এমনকী মহিলাদেরও ডাকা হত এই সঞ্জয় চৌধুরীর নেতৃত্বে! তার প্রভাব এতটাই যে, সরকারি কলেজের জমির মধ্যেই পার্ক করা থাকে প্রাক্তন TMCP নেতা ও বর্তমানে তৃণমূল কর্মীর গাড়ি। গাড়ির মধ্যে লাগানো রয়েছে তৃণমূলের পতাকা। এমনই একাধিক অভিযোগ তুলে এদিন কলেজ কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। যদিও অভিযুক্ত তৃণমূল কর্মী সঞ্জয় চৌধুরী সব অভিযোগ অস্বীকার করছেন। তিনি বলছেন, সারাদিন শাসকদলের এত কাজ থাকে, কলেজে গিয়ে গান শোনার বা জন্মদিন পালন কার সময় কোথায়? এমনকি কলেজের মধ্যে পার্ক করা গাড়িটিও তার নয় বলে দাবি করেছেন এই তৃণমূল কর্মী। যদিও অধ্যক্ষ না থাকায় এদিন কলেজ কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি। যে কলেজ কর্মীর কাছে স্থানীয়রা ডেপুটেশন দেন, তিনি জানান এই কলেজে সদ্য ট্রান্সফার হয়ে এসেছেন। তিনি কিছু জানেন না।
RG করের ক্রাইম সিন দেখতে চেয়ে আদালতের দ্বারস্থ নিহত চিকিৎসকের পরিবার, 'আপত্তি করে কী লুকোতে চাইছে রাজ্য সরকার?..'
আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের ক্রাইম সিন দেখতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে নিহত তরুণী চিকিৎসকের পরিবার। মঙ্গলবার রাজ্য সরকার, সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবী এই আবেদনের তীব্র বিরোধিতা করেন। পাল্টা অভয়ার পরিবারের আইনজীবী প্রশ্ন করেন, রাজ্য সরকার কী লুকোতে চাইছে? ভয়ঙ্কর সেই ঘটনার পর কেটে গেছে ১১ মাস। কিন্তু, নিহত চিকিৎসকের মা-বাবার অভিযোগ, এখনও সুবিচার পাননি তাঁরা!এই প্রেক্ষাপটে, আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের সেই ক্রাইম সিন অর্থাৎ অপরাধস্থল দেখতে শিয়ালদা আদালতে আবেদন জানিয়েছেন নিহত তরুণী চিকিৎসকের পরিবার। সেই মামলায় এদিন শিয়ালদার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাজ্য সরকারের তরফে আইনজীবী শীর্ষেন্দু বন্দ্য়োপাধ্য়ায় বলেন, আইনে কোথাও বলা নেই ক্রাইম সিনে আইনজীবী যেতে পারবেন। CRPC বা BNS-এ এই সংস্থান নেই।



















