Kolkata : ব্যাঙ্ক-প্রতারণা মামলায় গ্রেফতার কলকাতার ব্যবসায়ী হর্ষ বাগলা, কী অভিযোগ ধৃতের বিরুদ্ধে ?
ABP Ananda LIVE : ব্যাঙ্ক-প্রতারণা মামলায় গ্রেফতার কলকাতার ব্যবসায়ী হর্ষ বাগলা, ধৃত হর্ষ বাগলাকে গ্রেফতার করল ইডি। ধৃতের থেকে উদ্ধার নগদ ৫০ লক্ষ টাক,৪১ টি প্যান কার্ড। প্রায় ১০০টি অ্যাকাউন্টের হদিশ মিলেছে অভিযুক্তের, খবর ইডি সূত্রে। অমৃত ফিডস লিমিটেড সংস্থার নামে ব্যাঙ্ক-প্রতারণার অভিযোগে মামলা দায়ের করে ED।
আরও খবর...
কৃষ্ণনগরকাণ্ডে ২ দিন পার; এখনও অধরা দেশরাজ সিংহ, বরাকর স্টেশনে মিলল অভিযুক্তের সিম
কৃষ্ণনগরে কলেজ ছাত্রীকে গুলি করে খুনের ঘটনায় এখনও হদিশ মেলেনি অভিযুক্ত দেশরাজ সিংয়ের। পুলিশ সূত্রে খবর, দেশরাজ সিং উত্তরপ্রদেশের দেওরিয়ায় লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ। তার খোঁজে উত্তরপ্রদেশে গেছে কৃষ্ণনগর পুলিশ জেলার একটি বিশেষ টিম।
কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে, কলেজ পড়ুয়া তরুণীকে পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুনের ঘটনায় অভিযুক্ত দেশরাজ সিংয়ের এখনও হদিশ নেই। পুলিশ সূত্রে খবর দেশরাজ সিং উত্তরপ্রদেশের দেওরিয়ায় লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ। তার খোঁজে উত্তরপ্রদেশে গেছে কৃষ্ণনগর পুলিশ জেলার একটি বিশেষ টিম। পুলিশ সূত্রে খবর, কৃষ্ণনগরের মেধাবী তরুণী ঈশিতা মল্লিক খুনে অভিযুক্ত দেশরাজ সিংয়ের আদি বাড়ি উত্তরপ্রদেশে। গত ৩ বছর ধরে ভাড়া থাকত উত্তর চব্বিশ পরগনার জেটিয়ায়। নিহত ছাত্রীর সঙ্গে একই স্কুলে পড়ত সে। পুলিশ সূত্রে খবর, খুনের পর, লোকেশন যাতে জানা না যায়, সেই জন্য পুরনো সিম খুলে মোবাইল ফোনে নতুন সিম লাগিয়েছিল দেশরাজ সিং। পুলিশ সূত্রে দাবি, খুনের পর হাওড়া স্টেশন থেকে দুন এক্সপ্রেসে করে সে প্রথমে বরাকর যায়। সেখানে স্টেশনের পাশে রেললাইনে সিম-সহ মোবাইল ফোন ফেলে দেয়। তারপর, বরাকর থেকে আসানসোল এসে, অন্য একটি ট্রেনে করে উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা দেয় অভিযুক্ত দেশরাজ সিং। ফেলে দেওয়া মোবাইল কুড়িয়ে পান স্থানীয় এক ব্যক্তি। পরে, ওই ব্যক্তির কাছ থেকে দেশরাজের মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে থমথমে কৃষ্ণনগরের মানিকপাড়া। ঘটনার পর থেকে তালাবন্ধ রয়েছে অভিযুক্ত দেশরাজ সিংয়ের উত্তর ২৪ পরগনার জেঠিয়ার ভাড়া বাড়ি।


















