Kolkata News: এবার ২৪ ঘণ্টা রোগীদের ওপর নজর রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা |
ABP Ananda Live: বড়বাজার এলাকার শ্রী বিশুদ্ধানন্দ হাসপাতালে উদ্বোধন হল AI-নিয়ন্ত্রিত অত্যাধুনিক ICU-এর। যেখানে ২৪ ঘণ্টা রোগীদের ওপর নজর রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা। ক্লাউড ফিজিশিয়ান নামে একটি সংস্থার তৈরি অ্যাপে রোগীর অবস্থা বুঝে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারবেন চিকিৎসকরা বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর শারীরিক অবস্থার খুঁটিনাটি তথ্য সংগ্রহ করে সরবরাহ করা হবে চিকিৎসককে। মুমূর্ষুদের চিকিৎসায় এবার বিশেষ ভূমিকায় দেখা যাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে। বড়বা়জার এলাকার শ্রী বিশুদ্ধানন্দ হাসপাতালে উদ্বোধন হল ১৭টি শয্যাবিশিষ্ট এমনই একটি অত্যাধুনিক ICU ইউনিটের। হাসপাতাল সূত্রে দাবি, AI নিয়ন্ত্রিত এই ইনটেনসিভ কেয়ার ইউনিটে। PTZ ক্যামেরা নামে অত্যাধুনিক ক্যামেরার মাধ্যমে রোগীদের ওপর প্রতি মুহূর্তে রাখা হবে কড়া নজর। ক্লাউড ফিজিশিয়ান নামে ওই সংস্থার তৈরি অ্যাপের মাধ্যমে গোটা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা যাবে। রোগীর অবস্থা খতিয়ে দেখে প্রয়োজনে সংস্থার অ্যাপেই চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ দিতে পারবেন চিকিৎসকরা। পাশাপাশি, ICU-তে ভর্তি হওয়া মাত্র রোগীর পরিবার একটি নির্দিষ্ট লগ ইন আইডি-র মাধ্যমে অ্যাপেই রোগীর বর্তমান অবস্থার খোঁজ নিতে পারবেন বলে দাবি করেছে অ্যাপ নির্মাণকারী সংস্থা।