Kolkata News: বিক্ষোভের নামে বিকাশ ভট্টাচার্য-সহ আইনজীবীদের ওপর চড়াও, বিচারপতির দৃষ্টি আকর্ষণ
ABP Ananda Live: বিক্ষোভের নামে বিকাশ ভট্টাচার্য-সহ আইনজীবীদের ওপর চড়াও, বিচারপতির দৃষ্টি আকর্ষণ । বিচারপতি বিশ্বজিৎ বসুর দৃষ্টি আকর্ষণ আইনজীবীদের। প্রধান বিচারপতি দেখছেন, তবে এটা সহ্য করা যায় না, মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর। মামলাও করবেন, আবার এসবও করবেন, চলতে পারে না, মন্তব্য প্রধান বিচারপতির। আইনজীবীদের আবেদন গ্রহণ করলেন প্রধান বিচারপতি। অ্যাডভোকেট জেনারেল, অতিরিক্ত সলিসিটর জেনারেল এবং আইনজীবীদের ৩টি সংগঠনকে নোটিসের নির্দেশ। বিক্ষোভকারীদের তাণ্ডবের প্রতিবাদে হাইকোর্ট চত্বরে মিছিল আইনজীবীদের একাংশের। আইনজীবীদের উপর চড়াও, হাইকোর্টে অতি দ্রুত শুনানির সম্ভাবনা । ২৫ এপ্রিল: হাইকোর্ট চত্বরেই বিকাশ-ফিরদৌস, সুদীপ্তদের উপর বিক্ষোভকারীদের চড়াও।বিক্ষোভের নামে আইনজীবীদের উপর চড়াও শারীরশিক্ষা-কর্মশিক্ষার চাকরিপ্রার্থীদের একাংশ।
প্রাণ বাঁচাতে উঠেছিলেন গাছে, সেখান থেকেই পহেলগাঁওয়ে হামলার ভিডিও! কারা ছিল? তদন্তে NIA
পহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু নিধন, হামলার মুহূর্তের ভয়াবহ ছবি প্রকাশ্যে। ধর্মীয় পরিচয় নিশ্চিত করার পর হিন্দু পর্যটকদের গুলি করে মারা হয়। প্রকাশ্যে এসেছে হামলার হাড়হিম করা ফুটেজ। এর মধ্যেই জানা গিয়েছে মামলার একজন গুরুত্বপূর্ণ সাক্ষী একজন স্থানীয় আলোকচিত্রী। যিনি হামলার সময় একটি গাছের ওপরে বসে তিনি ঘটনাগুলোর ধারাবাহিকতা ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ ফুটেজ রেকর্ড করেছিলেন। তার ভিডিওগুলোকে বর্তমানে NIA তদন্তকারীরা পর্যবেক্ষণ করছেন।
পহেলগাঁও জঙ্গি হামলার তদন্তে নেমেছে NIA। প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য পর্যটকদের বয়ান নিচ্ছে NIA। সূত্রের খবর, এক স্থানীয় ফটোগ্রাফার পুরো ঘটনাটি নিজের ক্যামেরায় রেকর্ড করেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন NIA-এর আধিকারিকরা। অন্যান্য প্রত্যক্ষদর্শীদের ফোনে যে ছবি রেকর্ড করা হয়েছে, তাও সংগ্রহ করছে NIA।


















