এক্সপ্লোর
Bony Sengupta: 'ছবি করানোর সূত্রে যোগাযোগ', কুন্তল ইস্যুতে মুখ খুললেন বনির মা | ABP Ananda LIVE
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) অভিনেতা বনি সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি (ED)। ইডি-র দাবি অনুযায়ী কুন্তল ঘোষের সঙ্গে বনি সেনগুপ্তর আর্থিক লেনদেনের একটা তথ্য পাওয়া গিয়েছে। আর সেই ইস্যুতেই এবিপি-র কাছে একান্ত সাক্ষাৎকার দিলেন বনির মা (Bony Mother)। তিনি বলেন, ২০১৭ সালে কুন্তল ঘোষের সঙ্গে আমাদের যোগাযোগ হয়। তখন বনিকে দিয়ে ছবি করাবেন বলে, কুন্তল ঘোষ একজন প্রোডিউসার হিসেবে এসেছিলেন।
জেলার
'এই চাকরি চোর সরকারকে তাড়াতেই হবে', হুঙ্কার সুকান্ত মজুমদারের
আরও দেখুন


















