Building Collapse: বেআইনি নির্মাণের বাড়বাড়ন্তে, কলকাতা কি তাসের ঘরে পরিণত হয়েছে?
ABP Ananda Live: বেআইনি নির্মাণের বাড়বাড়ন্তে, কলকাতা কি তাসের ঘরে পরিণত হয়েছে? গার্ডেনরিচ বিপর্যয়ের পর, প্রশ্নটাকে আরও জোরাল করল, বাঘাযতীনের ঘটনা। ভরদুপুরে জনবহুল এলাকায় ভেঙে পড়ল চারতলা আবাসন! অভিযোগ, প্রায় এগারো বছর আগে তৈরি এই অ্যাপার্টমেন্ট জলাভূমি বুজিয়ে তৈরি হয়েছিল। তিনতলার অনুমতি থাকলেও তা বাড়িয়ে করা হয় চারতলা!
মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য !
এদিকে, মেদিনীপুর মেডিক্যালে মামণি রুইদাসের মৃত্যু হয়েছে সেপটিক শকে। মৃত্যুর প্রাথমিক কারণ হিসাবে চিকিৎসকরা বলছেন সেপটিক শকের কথা। প্রসূতির মৃত্যু, 'বিষাক্ত' RL স্যালাইনের দোসর অতিরিক্ত অক্সিটোসিন?RL স্যালাইনের স্টেরিলাইজনা থাকাতেই বিপত্তি, অনুমান তদন্ত কমিটির। মেডিসিন বিভাগে রোগীদেরও RL স্যালাইন দেওয়ার পর জ্বর-কাঁপুনি: সূত্র। প্রসূতির মৃত্যুতে RL স্যালাইনই দায়ী, উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। কেন প্রসূতিদের দেওয়া হয়েছিল অতিরিক্ত মাত্রায় অক্সিটোসিন? অক্সিটোসিনও কি ছিল নিম্নমানের, তাই কি বাড়তি ডোজ? মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যুতে বাড়ছে ক্রমশ বাড়ছে সন্দেহ। প্রোটোকল ভেঙে বাড়তি অক্সিটোসিন ব্যবহারেও সন্দেহ তদন্তকারীদের।



















