Kolkata News: ইউনিয়ন নির্বাচন অবশ্যই হওয়া উচিত, কীসের জন্য বন্ধ রয়েছে? : শান্তা দত্ত
ABP Ananda Live: 'এর থেকে চমৎকার তো হয় না। একটা গভর্নিং বডিতে সমস্ত নেতা, মন্ত্রী, কাউন্সিলর এরা ছাড়া থাকতে পারবে না তাহলে সেই গভর্নিং বডিতে রাজনৈতিক দোষে দুষ্ট হবেই। ইউনিয়ন তো ছাত্রদের গণতান্ত্রিক অধিকারের জায়গা, আমি ভাষণভাবে সমর্থন করি। ছাত্ররা ইউনিয়নের মধ্যে দিয়ে তাঁদের দাবি অথরিটির কাছে তুলে ধরতে পারবে। এটা আজ বছরের পর বছর বন্ধ। কীসের জন্য বন্ধ রয়েছে? ইউনিয়ন রুম বন্ধ করার ফলেই এই নাড়াচাড়াটা পড়েছে। ইউনিয়ন নির্বাচন অবশ্যই হওয়া উচিত'। বললেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বতীকালীন উপাচার্য শান্তা দত্ত।
বর্ষায় বেহাল রাস্তা নিয়ে উদ্বিগ্ন হাইকোর্ট, 'আমি দেখেছি কীভাবে রোগীদের নিয়ে যেতে হচ্ছে..', এবার হুঁশিয়ারি বিচারপতি সেনের
বিচারপতি সেন বলেন, 'সমস্ত জেলা পরিষদ এবং পূর্ত দফতর কাজ না করলে, আদালতকেই কিছু করতে হবে। কলকাতার বিভিন্ন অংশ, তারাতলা থেকে বজবজের দিকের রাস্তাও খুব খারাপ। বিভিন্ন জেলার অবস্থা অত্যন্ত খারাপ। রোগীরা অত্যন্ত অসুবিধায় পড়ছেন। আমি দেখেছি কীভাবে রোগীদের এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যেতে হচ্ছে। জমা জল সরাতে খুব বেশি টাকা লাগবে না, পাম্প লাগান', এদিন পরামর্শ দিয়েছেন বিচারপতি সেন। প্রায় প্রতিটা বর্ষায় খারাপ রাস্তার জেরে ভোগান্তি পড়তে হয়, ইতিমধ্যেই বারবার তা নিয়ে ক্ষোভপ্রকাশের ছবি প্রকাশ্যে এসেছে। তারই ফের জ্বলন্ত উদাহরণ দেখা গেল এবার পশ্চিম মেদিনীপুরে।ফের খাটিয়ায় চেপে হাসপাতালে যেতে দেখা গেল রোগীকে। বর্ষায় কেশপুরের সেই বেহাল রাস্তার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বেহাল রাস্তায় গাড়ি ঢুকতে না পারায় বাড়িতেই পড়েছিলেন আরেক রোগিণী। ছবি ভাইরাল হতেই এবার টনক নড়েছে প্রশাসনের। ঘটনাস্থলে আসেন বিডিও। অসুস্থ মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা বিডিও-র। অবিলম্বে রাস্তা মেরামতির আশ্বাসও দিয়েছেন তিনি।





















