Kolkata News: CU-র সহকারী পরীক্ষা নিয়ামক মনীষা মুখোপাধ্য়ায়ের অন্তর্ধান রহস্য় রুপোলি পর্দায়
ABP Ananda Live: তিন দশক আগে, বাম জমানায় নিখোঁজ হয়ে যাওয়া, কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের সহকারী পরীক্ষা নিয়ামক মনীষা মুখোপাধ্য়ায়ের অন্তর্ধান রহস্য়ই এবার ফুটে উঠবে রুপোলি পর্দায়। অরিন্দম শীলের পরিচালনায় এই সিনেমায় অভিনয় করছেন কুণাল ঘোষ। পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে ব্রাত্য় বসুকে।
পরপর দু'বার হাজিরা এড়ানোর পর অবশেষে আজ বোলপুরের SDPO অফিসে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল
পরপর দু'বার হাজিরা এড়ানোর পর অবশেষে আজ বোলপুরের SDPO অফিসে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। কাক-পক্ষীতেও যাতে টের না পায়, তারজন্য কার্যত লুকিয়ে ঢুকলেন পিছনের গেট দিয়ে। শুধু তাই নয়, হাজিরা দিতে গেলেন বোলপুরের এক ব্যবসায়ীর স্ত্রীর নামে থাকা একটি গাড়ি নিয়ে। এদিন দু'ঘণ্টা ধরে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করলেও, তাঁর মোবাইল ফোন জমা নিল না পুলিশ। আর হাজিরা দিয়ে বেরিয়েই, সোজা বোলপুরের তৃণমূল পার্টি অফিসে ঢুকে গেলেন অনুব্রত মণ্ডল।


















