Kolkata News: সিম কার্ডের মাধ্যমে ডিজিটাল প্রতারণার হদিশ কলকাতায় | Digital Fraud
ABP Ananda Live: কলকাতার ডিজিটাল অ্যারেস্ট মামলায় দুবাই কানেকশন। শুধু তাই নয়, অন্তত ১৮০০ কোটি টাকা ডিজিটাল প্রতারণা করা হয়েছে বলে দাবি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিম কার্ডে ইন্টারন্যাশনাল রোমিং অ্যাক্টিভেট করে, সেই সিম কার্ড দুবাইতে পাঠিয়ে সেখানে বসে চলত প্রতারণা চক্র। আর এই মামলায় বুধবার কলকাতা ও দিল্লিতে একসঙ্গে ১০টি জায়গায় তল্লাশি অভিযান চালায় ED।
তামিলনাড়ুর সরকারি প্রতিষ্ঠানে তল্লাশির ঘটনায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
তামিলনাড়ুর সরকারি প্রতিষ্ঠানে তল্লাশির ঘটনায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ 'সব সীমা ছাড়িয়ে যাচ্ছে ইডি'। সম্প্রতি তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (তাসম্যাক) নামক রাজ্য সরকার অধীনস্থ সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। মাদ্রাজ হাইকোর্ট ওই মামলার তদন্তভার দিয়েছে ইডিকে। তদন্তভার পেয়েই ইডি তাসম্যাকের দপ্তরে হানা দিয়েছে। এবং গোটা সংস্থার বিরুদ্ধেই মামলা দায়ের করছে। গেটা সংস্থার বিরুদ্ধে কীভাবে কীভাবে ফৌজদারি মামলা দায়ের হতে পারে, তা নিয়েও প্রশ্ন তুলেছে সর্বোচ্চ আদালত। ওই দুর্নীতির অভিযোগে ইডির তদন্তেও স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত।



















