Durga Puaj 2025: ১০ বছরে পা নিউটাউন সর্বজনীন দুর্গা পুজো কমিটির,এবারের থিম লালকেল্লা
ABP Ananda LIVE: রথযাত্রার পরই শহরে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। কয়েক মাস পরেই আসছে উমা। রবিবার খুঁটি পুজোর মাধ্য শারোদৎসবের সূচনা করলেন নিউটাউন সর্বজনীন দুর্গা পুজো কমিটি। ১০ বছরে পা দিতে চলেছে তাঁদের পুজো। এবারের থিম লালকেল্লা। দর্শনার্থীদের মন জয় করতে আলোকসজ্জাকেও বিশেষ গুরুত্বা দিচ্ছেন পুজো উদ্য়োগক্তরা। থিম অনুযায়ী মণ্ডপ তৈরি হলেও ,সাবেকী ধাঁচেই তৈরি হচ্ছে প্রতিম।
'অনুমতি নেই'। লেক মলের সামনে অভয়া মঞ্চের মিছিল আটকাল পুলিশ। গড়িয়াহাট থেকে এই মিছিল শুরু হয়েছিল। যাওয়ার কথা ছিল হাজরা পর্যন্ত। রাস্তাতেই বসে পড়েছেন বিক্ষোভকারীরা। অভয়া মঞ্চের এই মিছিলে যোগ দিয়েছে একাধিক গণ-সংগঠন। রাস্তাতেই চলছে গ্রাফিতি আঁকা। কিছুটা দূরেই দাঁড় করানো রয়েছে পুলিশের প্রিজন ভ্যান। সিনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে তাঁরা ব্যারিকেড ভেঙে এগোবেন না। কোনও রকম আইন ভাঙার কাজ করবেন না। রাস্তার মাঝখানেই বসে পড়েছেন তাঁরা। এলাকায় মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। রয়েছেন মহিলা পুলিশ। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে 'ওপর থেকে অনুমতি নেই। মিছিল এগোতে দেওয়া যাবে না।'



















