Kolkata News: চিকিৎসায় গাফিলতির অভিযোগ, নার্সিংহোমে ঝুলল তালা ! তদন্তের নির্দেশ কমিশনের
ABP Ananda LIVE: চিকিৎসায় গাফিলতির অভিযোগ, নার্সিংহোমে ঝুলল তালা !একবালপুরের বেলোনা নার্সিংহোমে গর্ভস্থ সন্তানের মৃত্যুর অভিযোগ। একবালপুরের বেলোনা নার্সিংহোমে তালা ঝোলালো স্বাস্থ্য কমিশন । গরহাজির চিকিৎসক, প্রসূতিকে ইঞ্জেকশন চিকিৎসকের সহকারীর । ইঞ্জেকশন দেওয়ার পরই গর্ভস্থ সন্তানের মৃত্যু, অভিযোগ পরিবারের । প্রসূতিকে ব্যথা কমানোর ইঞ্জেকশন দেন চিকিৎসকের সহকারী, খবর সূত্রের । RMO পরিচয়ে অবিনাশ কুমার নামে ওই ব্যক্তি রোগীকে দেখেন। প্রেসক্রিপশনে ওষুধ লেখেন ও ইঞ্জেকশন দেন বলে অভিযোগ। স্বাস্থ্য অধিকর্তাকে তদন্তের নির্দেশ কমিশনের । আপাতত ৮ সেপ্টেম্বর পর্যন্ত নার্সিংহোম বন্ধ রাখার নির্দেশ।
সল্টলেকের পর বেহালা, পর্ণশ্রীতে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠল গাড়ি
শহরে ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য, সল্টলেকের পর এবার বেহালা। পর্ণশ্রীতে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে ওঠে পড়ল গাড়ি। বেপরোয়া গতিতে ফুটপাথে উঠে দোকানে ধাক্কা গাড়ির। পর্ণশ্রী থানার কাছেই বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য। গাড়ির চালক-সহ ২ জনকে আটক করেছে পুলিশ। মোবাইল দেখতে দেখতে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক, দাবি স্থানীয়দের। স্থানীয় এক ব্যক্তির কথায় ভেঙেচুরে বিচ্ছিরি অবস্থায় পড়েছিল গাড়িটি। ক্যামেরাতেও দেখা গিয়েছে বেপরোয়া ভাবে এসে ফুটপাতে উঠে যায় গাড়িটি। চালক মোবাইল দেখতে গিয়ে অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটিয়েছে বলে জানা গিয়েছে। অনুমান গাড়ির স্টিয়ারিংয়ে নিয়ন্ত্রণ ছিল না চালকের। তবে এই পথ দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। যদিও এ হেন ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দারা একদিকে যেমন আতঙ্কিত, তেমনই ক্ষুব্ধ।


















