Kolkata News : ভোরের আলো ফোটার আগেই শহরে পথদুর্ঘটনা। এক নাবালক-সহ গুরুতর জখম তিনজন
ABP Ananda LIVE : ভোরের আলো ফোটার আগেই শহরে পথদুর্ঘটনা। এক নাবালক-সহ গুরুতর জখম তিনজন। পুলিশ সূত্রে খবর, রুবি থেকে অভিষিক্তার দিকে যাওয়ার সময় একটি গাড়ি কবি সুকান্ত মেট্রো স্টেশনের কাছে মেট্রোর একটি পিলারে ধাক্কা মারে। তিনজন আহত। আহতদের একজন নাবালক। আশঙ্কাজনক অবস্থায় ৩ জনই বেপরোয়া নাকি মত্ত অবস্থায় ড্রাইভিং? খতিয়ে দেখছে পুলিশ।
Kolkata Crime News: রিজেন্ট পার্কে ডাকাতির অভিযোগ সংক্রান্ত ঘটনায় অভিযোগকারী মহিলা-সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ
রিজেন্ট পার্কে ডাকাতির অভিযোগ সংক্রান্ত ঘটনায় অভিযোগকারী মহিলা-সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিণী ও তাঁর এক আত্মীয়কে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভর সন্ধেয় রিজেন্ট পার্কের ম্যুর অ্যাভিনিউতে থানা থেকে মাত্র ২০০ মিটার দূরে বাড়িতে ঢুকে দুষ্কৃতী হামলার অভিযোগ ওঠে। গৃহকর্ত্রী সোনালি বিশ্বাসের অভিযোগ ছিল, তিনি দরজা খোলার সময়, জোর করে ফ্ল্যাটে ঢুকে পড়ে মুখোশে মুখ ঢাকা দুই দুষ্কৃতী। মহিলার অভিযোগ ছিল, তাঁর মুখে কাপড় গুঁজে, গলায় ছুরি ঠেকিয়ে, তাঁকে দিয়েই আলমারি খুলিয়ে সোনার গয়না লুঠ করে পালায় দুষ্কৃতীরা।

















