Accident News: গড়িয়ার বোড়ালে ট্রাকে পিষ্ট হয়ে একজনের মৃত্যু
ABP Ananda Live: গড়িয়ার বোড়ালে ট্রাকে পিষ্ট হয়ে একজনের মৃত্যু। ঘাতক ট্রাককে আটক করে স্থানীয়দের বিক্ষোভ। ক্ষতিপূরণের দাবিতে ট্রাক আটক করে বিক্ষোভ।
পুলিশকে গুলি করে চম্পট, গোয়ালপোখরে এনকাউন্টার
এদিকে, পুলিশকে গুলি করে চম্পট, গোয়ালপোখরে এনকাউন্টার। DGP-র হুঁশিয়ারির পরেই এনকাউন্টার, গুলিতে ঝাঁঝরা সাজ্জাক ।বাংলাদেশে পালানোর সময় এনকাউন্টারে নিহত সাজ্জাক । 'ভোররাতে শ্রীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা'। 'বাংলাদেশে পালানোর সময় বাধা, পুলিশকে পাল্টা গুলি'। 'পালানোর সময়েও হামলা, সাজ্জাকের বুকে-পিঠে-পায়ে গুলি'। গ্রেফতারের সময় হামলা, পাল্টা গুলিতে নিহত সাজ্জাক: পুলিশ।
শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম থেকে গ্রেফতার হলেন ৩ রোহিঙ্গা। গতকাল রাতে এদের ঘোরাঘুরি করতে দেখে টিকিট পরীক্ষকদের সন্দেহ হয়। দুই নাবালিকা-সহ ৩ জনকে GRP আটক করে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা মায়ানমারের বাসিন্দা। তাদের কাছে বৈধ নথি মেলেনি। দিল্লি যাওয়ার জন্য মায়ানমার থেকে কলকাতায় এসেছিলেন ৩ রোহিঙ্গা। কীভাবে ওই রোহিঙ্গারা ভারতে ঢোকেন এবং কলকাতায় আসেন, কী উদ্দেশ্যে দিল্লি যাচ্ছিলেন, খতিয়ে দেখছে শিয়ালদা GRP।


















