Kolkata News: গলফ গ্রিনে চাঞ্চল্যকর ঘটনা । গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: গলফ গ্রিনে মহিলা হত্যার কিনারা । মামাতো ভাইয়ের হাতে হত্যা দিদির, গ্রেফতার অভিযুক্ত পুলিশ সূত্রে খবর, গতকাল নাফিসার ফ্ল্যাটে এসে ১০ হাজার টাকা ধার চান ভাই সাবির আলি । বচসা চলাকালীন নাফিসাই আত্মরক্ষার্থে রান্নাঘর থেকে ছুরি নিয়ে আসেন । সেই ছুরি কেড়ে নিয়েই দিদির গলার নলি কেটে দেন ভাই, খবর পুলিশ সূত্রে । দেহ লুকিয়ে রাখা হয় খাটের নীচে, খবর পুলিশ সূত্রে পুলিশের দাবি, জেরায় খুনের কথা কবুল করেছে ধৃত
মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর ঘটনায় সাসপেন্ড ১২ জন চিকিৎসকের বিরুদ্ধে দায়ের হল এফআইআর
মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর ঘটনায় সাসপেন্ড হয়েছেন ১২ জন চিকিৎসক। এবার তাঁদের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। ডেপুটি সিএমওএইচের অভিযোগের ভিত্তিতে এই ১২ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। কোতোয়ালি থানায় এফআইআর দায়ের হয়েছে তাঁদের বিরুদ্ধে। নবান্ন আগেই ঘোষণা করেছিল এই ১২ জনের বিরুদ্ধে সিআইডি তদন্ত হবে। এবার তাঁদের নামে দায়ের হল এফআইআর- ও।
স্বাস্থ্য দফতরের অন্তর্বর্তী তদন্তের একটি রিপোর্ট আজ সন্ধ্যায় পৌঁছে গিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার সিএমওএইচের কাছে। এরপর ডেপুটি সিএমওএইচ কোতোয়ালি থানায় গিয়ে এফআইআর দায়ের করেন। বৃহস্পতিবার সন্ধে সাড়ে সাতটার কিছু পর ডেপুটি সিএমওএইচ কোতোয়ালি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এবং তার সঙ্গে দেন একটি চিঠিতে। এই চিঠির বিষয়বস্তু হল স্বাস্থ্য দফতর অন্তর্বর্তী তদন্ত করে যা খুঁজে পেয়েছে তারই খসড়া লেখা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ এমনটাই জানিয়েছে। যে ১২ জন সাসপেন্ড হয়েছেন তাঁদের নাম তো থাকছেই এফআইআরে, এছাড়াও আরও অনেকের নামই থাকছে বলে জানা গিয়েছে। প্রসূতির মৃত্যুর কারণ হিসেবে গাফিলতির কথাই উল্লেখ করা হয়েছে। আর সেই মর্মেই দায়ের হয়েছে এফআইআর।


















