TMCP News: বাইক ব়্যালি করে TMCP-র মেগা সভায় যাচ্ছেন কর্মীসমর্থকরা, দেখুন গোলপার্কের ছবি
ABP Ananda LIVE: আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। মেগা-সমাবেশের জন্য মেয়ো রোডে সাজো সাজো রব। এ বছর মঞ্চের আকার অন্য় বারের থেকে অনেকটাই বড়। গান্ধী মূর্তির পাদদেশে মূল মঞ্চ, প্য়ান্ডেল চলে গেছে পার্কস্ট্রিট অবধি। সামনের বছর ভোটের কথা মাথায় রেখে TMCP-র মেগা ইভেন্টে বাঙালি অস্মিতায় জোর । গোটা চত্বর ’বাংলা এবং বাঙালির অপমান মানছি না‘ লেখা পোস্টার, ব্যানারে ছয়লাপ।
রাজনীতির মধ্যে নীতি ফিরিয়ে আনতে এই সংশোধনী : তরুণজ্যোতি তিওয়ারি
'যাঁরা ভারতবর্ষের সংবিধান বানিয়েছিলেন, তাঁরা ভেবেছিলেন রাজনীতির নীতি বরাবর থাকবে। তাঁরা ভবনেছিলেন রাজনীতি এত নিম্নমানে কোনওদিন যাবে না। কেজরিওয়াল বারবার জেলে যাওয়া সত্ত্ব পদত্যাগ করেননি। ১৩০ তম সংশোধনী আইনের উদ্দেশ্য হল মোরালিটি। আমরা পদত্যাগ করব না, এটা নিয়ম হয়ে গেছে। দেশের প্রধানমন্ত্রী থেকে পিওন, সবার জন্য আইন সমান হওয়া উচিত। একজন মন্ত্রী জেলে গেলে বাড়তি সুবিধা কেন পাবে ? ২০২১ সালে TMC ভোটে জিতেছিল। মুখ্যমন্ত্রী হারার পরেও সরকার গঠন হয়েছিল। মুখ্যমন্ত্রী জেলে গেলে যদি পদ চলেও যায়, তারপর মুক্ত হলেও আবার পদে আসতে পারবেন। সরকারি কর্মচারী জেলে গেলে বেল পাওয়ার পর তার সাসপেনশন তুলে নেওয়া হয়। রাজনীতির মধ্যে নীতি ফিরিয়ে আনতে এই সংশোধনী', যুক্তি তক্কো অনুষ্ঠানে এসে বললেন তরুণজ্যোতি তিওয়ারি।


















