TMC News:ফের, সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্যপদ পেলেন তৃণমূলের চিকিৎসক বিধায়ক নির্মল মাজি
ABP Ananda Live: ফের, সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্যপদ পেলেন তৃণমূলের চিকিৎসক বিধায়ক নির্মল মাজি। চেয়ারম্যান না হলেও এবার, কলকাতার রিজিওনাল ইন্সটিটিউট অফ অপথালমোলজির রোগী কল্যাণ সমিতির সদস্য হিসেবে তাঁর নাম ঘোষণা করল রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। এর আগে, এসএসকেএম-এ কুকুরের ডায়ালিসিস করানোর চেষ্টার অভিযোগ থেকে, প্রবীণ চিকিৎসককে হুঁশিয়ারি এমনকী, মেয়াদ ফুরানো স্টেন্ট ব্যবহারের জন্য চাপ দেওয়া সহ একাধিক অভিযোগে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। ২০২২ সালে, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে সরানোও হয়েছিল তৃণমূলের চিকিৎসক বিধায়ক নির্মল মাজিকে। এবার ফের কাছাকাছি পদ নিয়েই প্রত্যাবর্তন হল তাঁর। শনিবার, হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকেও যোগদান করেন তিনি। বিতর্ক উড়িয়ে তাঁর দাবি, ভাল কাজ করলে নিন্দে তো হবেই।


















