Kolkata News:'সুস্থ করে, ফের যৌন নির্যাতন, বোঝা যাচ্ছে অভিযুক্তরা কতটা বেপরোয়া',সওয়াল সরকারি আইনজীবীর
ABP Ananda LIVE: "প্রথমে অভিযোগকারিণীর ওপর এক দফা নির্যাতন চালানো হয়। তিনি অসুস্থ হয়ে পড়লে, ইনহেলার কিনে এনে, তাঁকে সুস্থ করে, ফের যৌন নির্যাতন চালানো হয়। এর থেকেই বোঝা যাচ্ছে অভিযুক্তরা কতটা বেপরোয়া ছিল।" মঙ্গলবার আলিপুর আদালতে এভাবেই ধৃত মনোজিৎ মিশ্র-সহ চারজনের বিরুদ্ধে সওয়াল করলেন সরকারি আইনজীবী। পাশাপাশি সরকারি আইজীবী আরও সওয়াল করেন, "অভিযোগকারিণীর যে বয়ান, তার সঙ্গে ইলেকট্রনিক এভিডেন্স অর্থাৎ সিসি ক্য়ামেরার ফুটেজ, মোবাইলের ভিডিও মিলে যাচ্ছে। অভিযুক্তদের ফের ঘটনাস্থলে নিয়ে যেতে হবে। পারিপার্শ্বিক তথ্য়প্রমাণ আরও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে।" ধৃত তৃণমূলকর্মী মনোজিৎ মিশ্রর আইনজীবী জামিনের আবেদন করেননি। তবে তিনি আদালতে বলেন, "এটা একটা ষড়যন্ত্র।" মঙ্গলবার ধৃত চারজনকে আদালতে পেশ করার আগে, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, আলিপুর আদালত চত্বরে বিক্ষোভ দেখায় আইনজীবীদের সংগঠন, অল ইন্ডিয়া ল ইয়ার্স ইউনিয়ন। অভিযুক্তদের তরফে যাতে আলিপুর আদালতে কোনও আইনজীবী সওয়াল না করেন, তারজন্য দুটি বার কাউন্সিলের কাছে লিখিত আবেদন জানায় বিজেপির লিগাল সেল। এই প্রেক্ষাপটে ধৃত চারজনকে সশরীরে আদালতে পেশ করা হয়নি। আলিপুর থানা থেকে ভার্চুয়ালি পেশ করা হয়। এদিকে পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় আইন কলেজের ষোলো জন পড়ুয়া স্ক্যানারে রয়েছেন। তাঁদের নোটিস পাঠানো হয়েছে।


















