Kolkata News: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির দফতরে হাজিরা দক্ষিণ দমদম পুরসভার সচিবের
ABP Ananda Live: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির দফতরে হাজিরা দক্ষিণ দমদম পুরসভার সচিবের। পুরসভার সচিব প্রসন সরকারের সঙ্গে ছিলেন আইনজীবী। ইডি সূত্রে খবর এই পুরসভায় বেআইনি নিয়োগ নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। কিঠুদিন আগেই পুরনিয়োগ দুর্নীতি মামলায় একযোগে ১৩টি জায়গায় তল্লাশি চালায় ইডি। তাতে বেশ কিছু নথি উদ্ধার করা হয়। সেইসব নথি নিয়ে জিজ্ঞাসা করা ববে প্রসূন সরকারকে।
‘মহাভারত’ খ্যাত অভিনেতা পঙ্কজ ধীর প্রয়াত। ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা। বহু বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। মাঝে অস্ত্রোপচারও হয়। তার পরও ফিরে আসে ক্যান্সার, যে ধাক্কা আর সামলে উঠতে পারেননি। শেষ পর্যন্ত বুধবার মারা গেলেন। (Pankaj Dheer Dies)
পঙ্কজের পরিবারের তরফে এখনও পর্যন্ত কিছু না জানানো হলেও, তাঁর আত্মীয়দের কয়েক জন সংবাদমাধ্যমে মুখ খুলেছেন। তাঁরা জানিয়েছেন, বেশ কিছু বছর ধরেই ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করছিলেন পঙ্কজ। অস্ত্রোপচারও করিয়েছিলেন তিনি। কিন্তু ক্যান্সার ফিরে আসে তাঁর। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেননি অভিনেতা। (Bollywood News)


















