Newtown News: নিউটাউনে মর্মান্তিক ঘটনা, আটক এক দম্পতি
ABP Ananda Live: নিউটাউনে ১৪ নম্বর ট্যাঙ্কের কাছে রক্তাক্ত অবস্থায় টোটোচালকের দেহ উদ্ধার। গভীর রাতে তিনরাস্তার মোড়ে প্রকাশ্য রাস্তায় তাঁকে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের। দেহের মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের গভীর ক্ষতচিহ্ন । খুনে জড়িত সন্দেহে এক দম্পতিকে আটক করে জিজ্ঞাসাবাদ।
রামনবমীর এখনও এক সপ্তাহ বাকি, তার আগে চড়তে শুরু করেছে রাজনৈতিক চাপানউতোর
রামনবমীর এখনও এক সপ্তাহ বাকি। তার আগে চড়তে শুরু করেছে রাজনৈতিক চাপানউতোর। কেউ বলছেন, বাধা পেলে প্রতিরোধ এমনকী প্রতিশোধ হবে। কেউ বলছেন আস্ত্র মিছিলের কথা। বিজেপির রাজ্য সভাপতির দাবি, বাংলায় হিনদুদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আবার তৃণমূলের বিধায়ক সওকত মোল্লা বলছেন, বিজেপি পরিকল্পিতভাবে অশান্তি পাকানোর চেষ্টা করছে। কুণাল ঘোষ বলছেন, ধর্মকে পলিটিক্যাল ইভেন্টে পরিনত করতে গেলে পুলিশ বাধা দিতেই পারে। সবমিলিয়ে সুর সপ্তমে।


















