Park street Fire: পার্ক স্ট্রিটে অগ্নিকাণ্ড! কীভাবে লাগল আগুন? কী জানাচ্ছেন প্রত্য়ক্ষদর্শী ব্য়বসায়ী?
ABP Ananda Live: পার্ক স্ট্রিট আর ক্যামাক স্ট্রিটের সংযোগস্থলে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ওয়ান বাই ওয়ান ক্যামাক স্ট্রিটের বহুতলের ওপর তলায় রেস্তোরাঁয় আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। গল গল করে বেরোচ্ছে ধোঁয়া। দাউ দাউ করে জ্বলছে আগুন। আটকে পড়ে বেশ কয়েকজনকে বহুতল থেকে বাইরে বের করে আনা হয়েছে। বহুতল থেকে বের করা হল একের পর এক গ্যাস সিলিন্ডার। দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আশেপাশের বহুতল থেকে সরানো হচ্ছে মানুষকে। ঘটনাস্থলে পৌঁছছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। পৌঁঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। জনবহুল এলাকা হওয়ায় ছড়িয়েছে আতঙ্ক।
উল্লেখ্য়, বারবার অগ্নিকাণ্ডের সাক্ষী থেকেছে কলকাতা। পার্কস্ট্রিটে ১৪ বছর আগে স্টিফেন কোর্টে আগুন লেগেছিল। এবার তার প্রায় ২৫০ মিটার দূরে আরও এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সেই স্মৃতি উসকে দিল।
![Madhyamik 2025: ২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর' ! মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/276618d165184e40883122f6b15d571b1739804843495535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Kolkata News: নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতন ও খুনের চেষ্টায় দোষী সাব্যস্ত | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/851940733a3185cd94ea52bb90a2a2b01739803759405894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![BJP News: শুভেন্দু-সহ ৪ বিজেপি বিধায়ক ১ মাস সাসপেন্ড। প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/b2e6ce6a828b3a5340d118d04fe65d5d1739803732253535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mahakumbh News: নির্বিঘ্নে নিরাপত্তার ঘেরাটোপে পুণ্যস্নান করছেন VVIP-রা, পদপিষ্ট হয়ে কেন প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/ee6237289118a4e241c327ec96ab84881739802765019894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Dumdum News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/f6897ca2ea9377358e82fd8de3c3dde21739802745293535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)