Kolkata News: 'পুলিশ দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিল, কোনও ব্যবস্থা নেয়নি', অভিযোগ স্থানীয়দের
ABP Ananda LIVE: সল্টলেকে চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু বাইক আরোহীর। সল্টলেকে নিউ ব্রিজে চলন্ত গাড়িতে আগুন। আগুন লাগার পর ব্রিজের রেলিংয়ে ধাক্কা গাড়ির। মাঝে আটকে পড়েন বাইক আরোহী ফুড ডেলিভারি বয়। গাড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ে বাইকে। গাড়ি ও রেলিংয়ের ফাঁকে আটকে পড়ে পুড়ে মৃত্যু বাইক আরোহীর। মৃত রাহুল মণ্ডল বাসন্তীর বাসিন্দা, ফুড ডেলিভারি বয়ের কাজ করতেন। পুলিশ ও দমকলের গাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটেছে, দাবি স্থানীয়দের। পুলিশ ট্রাফিক না সামলে ফাইন নিতে ব্যস্ত থাকে, দাবি স্থানীয়দের।
টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, কার্যত বিচ্ছিন্ন বাংলা-সিকিমের যোগাযোগ
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। তিস্তার জলে ভেসে গেল ২৯ মাইলের কাছে ১০ নম্বর জাতীয় সড়ক। রাস্তা জলের তলায়, বাংলার সঙ্গে সিকিমের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। বৃষ্টির পরিমাণ বাড়ছে উত্তরের জেলাগুলিতে, ফলে ধসের আশঙ্কাও রয়েছে। প্রবল বৃষ্টিতে বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বলে আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই আশঙ্কাই এবার সত্যি হল। বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। গত শনিবার ২৯ মাইলের কাছে রাস্তার অর্ধেকটা ধসে যায়। সেই সময় ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ছোট গাড়ি চলে নিজেদের দায়িত্বে। গতকাল থেকে ফের শুরু হয়েছে ভারী বৃষ্টি। তিস্তার জলে ২৯ মাইলের কাছে ১০ নম্বর জাতীয় সড়কের অংশ পুরোটাই ভেসে গিয়েছে। যান চলাচল একেবারে বন্ধ। বাংলার সঙ্গে সিকিমের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। বন্ধ হয়ে গিয়েছে সরাসরি যোগাযোগের পথ। অনেকটা ঘুর পথে দুই রাজ্যের মধ্যে যোগাযোগ করা যাচ্ছে। কালিম্পং এবং সিকিমের অবস্থা সবথেকে খারাপ। গত বছর এই ধসের কারণে ৩৯ দিন রাস্তা বন্ধ ছিল। এবছর ২৩ দিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে। এই আবহে বিপর্যয়ের জেরে অনির্দিষ্টকালের জন্য রাস্তা বন্ধ হয়ে গেল।


















